অধরা
ভালোবাসা কি শুধু বিষাদময়??
নাকি যাতনায় জ্বলে দুচোখে অশ্রুক্ষরণের জন্যই ভালোবাসার জন্ম হয়??
যদি তাই হয়
তবে সুখ কোথায়??
আমি তো এক টুকরো সুখের কাঙাল
সহসা স্বপ্নজাল বুনি
ভাসি মিলনের মেঘের ভেলায়
শুধু পাই না খুঁজে স্পর্শে
নি:স্ব আমি
শূন্য আমি হারিয়ে ফেলে তোমায়
দিকভ্রষ্ট পথিকের মত তাই খুঁজি তোমার প্রতিচ্ছবি আমার এ ধরায়
অশ্রুসিক্ত দৃষ্টির সীমারেখায়
গুপ্ত ভাবনায়
চাপা পড়া অতৃপ্ত কামনায়,ক্লান্তিহীন অপেক্ষায়
কত দূরে তুমি??
কোন শহরে??
ভূলেও কি মনে পড়ে না আমায়??
No comments:
Post a Comment